মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে তৃতীয় পাকিস্তান
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। তালিকার এক নম্বরে রয়েছে চীন আর দুই নম্বরে রয়েছে ইরান।
বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে- ২০১৫ সালে দেশটিতে মোট ৩২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের কেউ কোনো জঙ্গি হামলা কিংবা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন না!
এমনকি দেশটির সরকার পেশোয়ারের একটি আর্মি স্কুলে ২০১৪ সালে তালেবানের হামলায় ১৩৪ ছাত্রসহ মোট ১৫৩ জন নিহতের ঘটনায় সাজাপ্রাপ্তদেরও দণ্ড স্থগিত করেছে!
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ২০১৫ সালে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে- অপ্রাপ্তবয়স্ক, মানসিকভাবে অসুস্থ কয়েদি আর সেসব আসামি যারা ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন, আদালতের তথ্য, জেলসূত্রে পাওয়া তথ্য এবং আইনজীবীদের থেকে নেয়া তথ্য অনুযায়ী এ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
এসএইচএস/পিআর