মেসি-নেইমারকে ছাড়াই বার্সার জয়


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজের মতো প্রথম একাদশের হেভিওয়েট দশজন ফুটবলারকে বাদ দিয়েই টিম সাজিয়েছিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিক। পরিচিত মুখ বলতে আন্দ্রে ইনিয়েস্তা, পেদ্রো ও ইভান র‍্যাকিটিককে খেলালেন তিনি।

এনরিকের আত্মবিশ্বাস সত্যিই তারিফ করার মতো। কোপা দেল রোতে মেসি-নেইমারহীন বার্সাই হুয়েস্কাকে চার গোলের মালা পড়াল। হুয়েস্কাকে ম্যাচে ঘাড় ঘোড়াতেই দেয়নি এনরিকের ছেলেরা।

বুধবার হুয়েস্কার ঘরের মাঠে মূলত দলের তরুণ ব্রিগেডেরই পরীক্ষা নিলেন এনরিক। ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। র‍্যাকিটিক (১২’), ইনিয়েস্তা (১৫’), পেড্রো (৩৮’) তিনজনেই প্রথমার্ধে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন।

এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে রাফিনহার গোলে হুয়েস্কার যবনিকা পতন হয়। ম্যাচ শেষে এটাই বলা যায়, এনরিকের তরুণ ব্রিগেড কিন্তু লেটার মার্কস নিয়েই পরীক্ষায় পাস করল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।