অর্ধেক দামে অ্যাপলের আইফোন


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ মার্চ ২০১৬

আগামী ২২ মার্চ থেকে অ্যাপলের আইফোন এসই-৫ বাজারে আসছে। নতুন এ ফোন বাজারে আসায় অর্ধেক দামে পাওয়া যাবে অ্যাপলের আইফোন ৫-এস।  

ম্যাকরিউমরের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাপলের সবচেয়ে অভিজ্ঞ বাজার বিশ্লেষক মিং চি কু বলেন, আইফোন এসই-৫ বাজারে এলে আগের ফোন আইফোন ৫-এস এর দাম ৫০ শতাংশ কমাতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের আইফোন ৫-এস ৪৫০ মার্কিন ডলারে পাওয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যে এটি মাত্র ২২৫ ডলারে পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে এ ফোনের দাম কমবে কিনা সেবিষয়ে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।