বায়োমেট্রিক ভেরিফিকেশনে কোটি পেরিয়ে বাংলালিংক


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০২ মার্চ ২০১৬

বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু করার পর থেকে এখন পর্যন্ত কোটির উপরে ভেরিফিকেশন সম্পন্ন করেছে বাংলালিংক। যা অপারেটরটির গ্রাহক সংখ্যার প্রায় ৩৫ শতাংশ।

বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এরিক অস্ বলেন, বাংলাদেশের মোবাইল শিল্পের উন্নয়নে এটি বড় পদক্ষেপ। বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি দেশের মোবাইল ব্যবহারকারীদের নির্ভরযোগ্য নিবন্ধন, যথাযথ জবাবদিহিতা এবং নিরাপত্তা বাড়াবে।

তিনি আরো বলেন, এটা সত্যি যে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন, তবে আমরা এটিকে আমাদের নতুন গ্রাহক বৃদ্ধি এবং পুরাতন গ্রাহকদের ধরে রাখার সুযোগ হিসেবে বিবেচনা করছি। আমরা সেই সব গ্রাহকদের ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় প্রথম ধাপেই বায়োমেট্রিক ভেরিফিকেশন করেছেন।

বাংলালিংক ইতোমধ্যে বিপুল পরিমাণ কর্মী এবং সিম বিক্রেতাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রশিক্ষণ দিয়েছে।

বাংলালিংকের হাজার হাজার প্রশিক্ষিত কর্মী এবং বিক্রেতারা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজ করে যাচ্ছেন। দ্রুত ভেরিফিকেশন শেষ করতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে কাজে লাগানো হয়েছে।

আরএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।