ভারতের রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনায় বিএনপি


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৮ মার্চ ২০১৬

‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ভাল’ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেছেন, আপনি এসে একবার দেখে যান গণতন্ত্রের কেমন অবস্থা? মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে তারেক রহমানের ১০তম কারাবরণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

প্রণব মুখার্জীর উদ্দেশ্যে শাহ মোয়াজ্জেম বলেন, সবকিছু লুটপাট করে খাচ্ছে এই শাসক গোষ্ঠী। আর আপনি তাদের এত বড় সার্টিফিকেট দিয়ে দিলেন যে তারা ভাল!

প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্যে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকেন এবং সংবিধানের প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধা থাকে তবে তাদের মন্ত্রিসভা থেকে দ্রুত বাদ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।