জাতীয় শিশু দিবস পালন উত্তরা লেডিস ক্লাবের


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা লেডিস ক্লাব পরিচালিত অবৈতনিক বিদ্যালয়ের ছাত্রদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। পরে শিশুদের প্রামাণ্য চিত্র দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জাহানারা হোসেন ও উপদেষ্টা বেগম মমতাজ হোসেনসহ কার্যকরী কমিটির কর্মকর্তা ও ক্লাব সদস্যবৃন্দ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।