তুরস্কে ১৭শ শরণার্থী আটক


প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৯ মার্চ ২০১৬

তুরস্কে উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর এক যৌথ অভিযানে ১ হাজার ৭শ ৩৪ শরণার্থী এবং ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে। গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী প্রবেশ ঠেকাতে শুক্রবার ওই অভিযান চালানো হয়।

তুরস্কের আজিয়ান উপকূলের ইজমির প্রদেশের দিকিলি শহরে যৌথ অভিযান চালায় উপকূলরক্ষী এবং নৌবাহিনীর সদস্যরা।

তুরস্ক থেকে গ্রিস হয়েই ইউরোপে পাড়ি দেয় শরণার্থীরা। শরণার্থীদের একটা বড় স্রোত মোকাবেলা করতে হচ্ছে তুরস্ককে। এই স্রোত কমিয়ে আনতেই যৌথ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। তবে আটককৃত শরণার্থী এবং পাচারকারীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায় নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।