তামাকজাত দ্রব্য বিক্রিতে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২১ মার্চ ২০১৬

সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ সকল প্রকার তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন কিম্বা কৌটার গায়ে শতকরা ৫০ ভাগ স্থান জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী মুদ্রণ বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের বিধান লংঘন করলে অনুর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড কিম্বা উভয়দণ্ডে হতে পারেন। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় একই অপরাধ করলে শাস্তি ও অর্থদণ্ড দ্বিগুণ হবে।

১৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল  এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ১৯ মার্চ থেকে গণবিজ্ঞপ্তি জারি হয় বলে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (২০১৩সালে সংশোধিত) ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বিধিমালা ২০১৫ সংশোধিত অনুযায়ী সিগারেট, বিড়ি, গুল ও জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সকল প্রকার তামাকজাত দ্রব্যে প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের অন্যুন্য শতকরা ৫০ ভাগ স্থান জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী মুদ্রণের নির্দেশ দেন।

এমইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।