ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। তার সহকর্মী শ্রমিকদের বরাতে জানা যায়, তিনি মিরপুর-১০ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, আইবিএর ক্যান্টিনের সংস্কারকাজ চলাকালে একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে সহযোগী অধ্যাপক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, নিহত শ্রমিক ঠিকাদারের আওতাধীন শ্রমিক। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী না। ওনার (মৃত নির্মাণ শ্রমিক) পরিবারকে জানানো হয়েছে। পরিবার আসলে পোস্টমর্টেমের পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল আমিন/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।