নোবিপ্রবির ভর্তির ফল প্রকাশ


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এর আগে ২৬ ও ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবিতে এবারে মোট ৮৬০ শিক্ষার্থী ভর্তি  করা হবে।

উল্লেখ্য, এবারে ৪টি ইউনিটে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালীর ২৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে আবেদন করেন ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৪৬ জন, ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৩ জন, ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৩ জন এবং ‘ডি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।