টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:১৭ এএম, ২৫ জুন ২০২৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাজু ভাস্কর্যের সামনে ঘাসে কিছু একটা ছুড়ে ফেলে দ্রুত সেখান থেকে সরে যায় অজ্ঞাত কেউ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, সম্ভবত হাতবোমা কিংবা বড় ধরনের কোনো পটকা বিস্ফোরণ হতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত হয়েছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এফএআর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।