ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩০ জুন ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ‌‘আল-ফিকহ অ্যান্ড ল’ নামকরণ করা হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের প্রস্তাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩০তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত অনুমোদন অনুযায়ী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে আল-ফিকহ অ্যান্ড ল (Department of Al-Fiqh and Law/قسم الفقه والقانون) করা হলো।

ইরফান উল্লাহ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।