ছাত্র সংসদ নির্বাচনের দাবি

চাকসু ভবনে ব্যঙ্গাত্মক সাইনবোর্ড টাঙিয়ে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ৩০ জুন ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে ‘জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার’ লেখা ব্যঙ্গাত্মক সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে ব্যঙ্গাত্মক এ সাইনবোর্ড টাঙিয়ে দেয় তারা।

জানা গেছে, দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে চাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমানকে দুপুরে চাকসু ভবনের লেখার ওপরে ভাতের হোটেলের একটি ব্যঙ্গাত্মক ব্যানার টানাতে দেখা যায়। ব্যানার টাঙানো শেষে তিনি জোবরা ভাত ঘর উদ্বোধন করে মোনাজাত করেন।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। আমরা এত আন্দোলন সংগ্রামের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। আমরা আজ ক্ষোভে চাকসু ভবনে ভাতের হোটেলের সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। বাস্তবেও এটা এখন ফুল টাইম ভাতের হোটেল আর পার্ট টাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এ গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এরকম প্রতিবাদমূলক কর্মসূচি ততদিন চলবে যতদিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।

এ সময় ইসলামী ছাত্র মজলিশ চবির সভাপতি সাকিব মাহমুদ রুমীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।