ইবি উপাচার্য

শহীদ-আহত পরিবারের সদস্যদের ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৪ জুলাই ২০২৫

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা শহীদদের রক্তের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের কেউ বা তাদের আত্মীয়-স্বজন কেউ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এলে তাদের বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহীদ-আহত পরিবারের সদস্যদের ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে

উপাচার্য আরও বলেন, আমরা তাদের জন্য ব্যক্তিগতভাবে ও সামষ্টিক দোয়া করবো। আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ পরিবারগুলোকে যেন সরকার আজীবন সুবিধা দেয়। আমরাও তাদের সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান আজহারি। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মঞ্জুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

ইরফান উল্লাহ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।