ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২০ জুলাই ২০২৫
ভাস্কর ও প্রথিতযশা শিল্পী হামিদুজ্জামান খান

মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‌‘সংশপ্তক’-এর ভাস্কর ও প্রথিতযশা শিল্পী হামিদুজ্জামান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় উপাচার্য বলেন, হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তার সৃষ্টি কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পী হামিদুজ্জামান খানের আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’ নির্মাণ করেছেন।

উপাচার্য শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সকালে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হামিদুজ্জামান খান।

সৈকত ইসলাম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।