জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ

মন্ত্রিপাড়ার চাপেই মাহিন সরকারকে সরে যেতে হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামালুদ্দীন মুহাম্মদ খালিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ অভিযোগ করে বলেছেন, মন্ত্রিপাড়া থেকে নানা রকম চাপ সৃষ্টি করেই তাদের প্যানেল সদস্য মাহিন সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালিদ বলেন, প্যানেলে নাম আসার আগেই মাহিনের ওপর দলীয় চাপ সৃষ্টি হয়েছিল। এমনকি তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। শেষ পর্যন্ত এলাকার পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমি তাকে বলেছিলাম ভালো করে ভেবে দেখতে, তবে সম্ভবত সেই চাপ সহ্য করতে না পারাতেই সে সরে গেছে।

তিনি আরও অভিযোগ করেন, শুধু মাহিন সরকারই না, প্যানেলের অন্য প্রার্থীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এসব ষড়যন্ত্র দূর থেকে পরিচালিত হলেও এতে তাদের মনোবল ভাঙেনি।

খালিদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের ব্যাপক সাড়া পাওয়ায় তারা এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা দমে যাওয়ার মানুষ নই। সব কার্যক্রম আগের মতোই চলছে।

প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ফাতেহা শারমিন এ্যানি বলেন, একজন ব্যক্তির কারণে আমরা ভেঙে পড়বো না। আমাদের ভয় দেখানো হচ্ছে লেজুড়বৃত্তির নামে, অথচ আমরা সব সময় দলীয় লেজুড়বৃত্তির বিরুদ্ধেই লড়াই করেছি। মাঠে থেকে সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছি।

এফএআর/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।