জোবায়েদ হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫
ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, জোবায়েদকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে তা আমাদের স্তব্ধ করেছে। আমরা জোবায়েদ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিচার দাবি করছি। গত কয়েকমাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছিল। কোনো হত্যাকাণ্ডেরই বিচার আমরা দেখতে পাইনি।

তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারংবার নৃশংস সব হত্যাকাণ্ড ঘটছে, জোবায়েদ হত্যাকাণ্ড তার সবশেষ উদাহরণ। আগের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা গেলে জোবায়েদকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হতো না। আমরা অবিলম্বে জোবায়েদসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমি হিসেবে দেখতে চাই না।

এমএইচএ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।