আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘ইকো জেনেসিস’, সংকটে পাশে দাঁড়ালো শিবির
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন সদস্যের শিক্ষার্থী দল ‘ইকো জেনেসিস’। তবে যাত্রায় অর্থসংকটে পড়ে দলটি। এ অবস্থায় দলটির পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা। সংগঠনটি দলটিকে অর্ধলাখ টাকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রতিযোগী দলের হাতে ৫০ হাজার টাকার সমমূল্যের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত ‘এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫’। সেখানে অংশ নেবে শাবিপ্রবির দল ‘ইকো জেনেসিস’।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—এটি গর্বের বিষয়। কিন্তু তারা যথেষ্ট অর্থ সংগ্রহ করতে পারছেন না, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করেছি।’
‘ইকো জেনেসিস’ দলের গবেষণার মূল লক্ষ্য অতি-শক্তিশালী কংক্রিট (আলট্রা হাই পারফরম্যান্স কংক্রিট) তৈরি করা, যা প্রচলিত কংক্রিটের তুলনায় আরও শক্তিশালী ও টেকসই। তাদের উদ্ভাবিত মিশ্রণে ব্যবহার করা হয়েছে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার এবং স্টিল মাইক্রোফাইবার, যা প্রচলিত মোটা পাথরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে কংক্রিটের শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করেছে।
দলটির সদস্যরা হলেন ফারহানা ইসলাম প্রমা, নাদির উজ জামান নাঈফ এবং আবু ইয়াহিয়া। তারা তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ধারাবাহিক সাফল্য ও উদ্ভাবনী চিন্তার কারণে তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এর আগে, ইকো জেনেসিস দলটি এসিআই চুয়েট আয়োজিত জাতীয় কংক্রিট সলিউশন প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়। পরে তারা শাবিপ্রবি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন।
এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে একমাত্র অংশগ্রহণকারী দল হচ্ছে শাবিপ্রবির ‘ইকো জেনেসিস’।
এসএইচ জাহিদ/এসআর/এএসএম