জাবি উপাচার্যের বাসভবনে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০৪:০১ এএম, ২০ জানুয়ারি ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম ইসলাম অনিক ককটেল নিক্ষেপ করে পালাতে চেষ্টা করে। এ সময় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান,ফয়সাল হোসেন দিপু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা তাকে আটক করে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রক্টোর তপন কুমার সাহা বলেন, অনিককে পুলিশে সমর্পণ করা হয়েছে। সাভার পুলিশ সার্কেলের পুলিশ সুপার (এসপি) শেখ রাসেল জানান, ককটেল বিস্ফোরণের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।