মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শনিবার
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শনিবার শুরু হচ্ছে।
এমসিকিউ পদ্ধতিতে ১০ ডিসেম্বর শনিবার সকালে ‘এ’ ও বিকেলে ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর রোববার সকালে ‘সি’ ও বিকেলে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনে গড়ে ৮৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।
আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.mbstu.ac.bd) এ পাওয়া যাবে।
আরিফ উর রহমান টগর/এএম/জেআই