ভাসানী বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের ফল প্রকাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার ভোরে এ ইউনিট ও দুপুরে বি ইউনিটের ফল প্রকাশ করা হয়। এ ইউনিটে তিনটি বিভাগে ১৬৫টি আসনের জন্য ২৩ হাজার ৬৯৩ জন ও বি ইউনিটের ছয়টি বিভাগে ২৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪ শত ৯২ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
উপচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন জানান, ভর্তি কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য কাজ চলছে। প্রথম দিনের দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অপর দুটি ইউনিটের ফলাফলও অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের নোটিস বোর্ড ও ওয়েবসাইট (www.mbstu.ac.bd) থেকে পাওয়া যাবে। এছাড়া টেলিটক অপারেটর হতে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে।
আরিফ উর রহমান টগর/এএম