মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রাত ১২টা ১ মিনিটে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসের কর্মসূচি শুরু করেন।

বুধবার সকাল ৭টায় কালো ব্যাচ ধারণ ও পতাকা উত্তোলনের পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন স্মৃতিস্তম্ভের স্থপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর সৈয়দ সাইফুল কবীরকে নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর স্মৃতিস্তম্ভ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও স্মৃতিস্তম্ভের স্থপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর সৈয়দ সাইফুল কবীর।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।