মাভাবিপ্রবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী


প্রকাশিত: ১১:১০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার বিভাগটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।

সকালে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

পরে এ উপলক্ষে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া আন্তঃবিভাগ ক্যারাম, দাবা, লুডু ও বালিশ পাসিং খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান কানিজ মরিয়ম আক্তার, একই বিভাগের সহকারী অধ্যাপক নুশরাত নাহিদা আফরোজ, মো. নাজমুল ইসলাম, মো. সাহেদ মাহমুদ, রেশমা পারভীন লিমা ও তন্ময় বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।