বাকৃবিতে সুলতানা রাজিয়ার ম্যুরাল উন্মোচন


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১১ মার্চ ২০১৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক সুলতানা রাজিয়া হলে ‘সুলতানা রাজিয়া’র ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হলের প্রধান ফটকে ম্যুরালটি উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার (এনডিসি), ভারপ্রাপ্ত উপ-উপচার্য অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী প্রমুখ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের হাউজ টিউটর জেনারেল ড. একেএম মমিনুল ইসলাম ও সভাপতিত্ব করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আবদুর রহমান সরকার, প্রভোস্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম, হলের সাবেক ছাত্রী ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিনা পারভিন বানু প্রমুখ।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।