প্রতিদিনই রাস্তা অবরোধের ঘোষণা গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের

দাবি না মানা পর্যন্ত প্রতিদিনই রাস্তা অবরোধের ঘোষণা দিয়ে আজকের অবরোধ তুলে নিয়েছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। আজ (সোমবার) বেলা ২টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ফলে আগামীকাল মঙ্গলবার ফের রাস্তা অবরোধ করবেন তারা।

এর আগে সকাল সোয়া ১০টা থেকে নিউমার্কেট মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এ অবরোধ চলবে বলে জাগো নিউজকে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী শামীমা সুমা।

তিনি বলেন, আমাদের একটাই দাবি আমরা ঢাবির ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি চাই। আমরা ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বাতিল করেছি। যতক্ষণ না দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন সুমা।

এর আগে গত শনিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। ওইদিন আন্দোলন শেষে সোমবার থেকে লাগাতার কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

এমএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।