রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫ বৈশাখ


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৮ এপ্রিল ২০১৫

আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী পালনে জাতীয় পর্যায়ের ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ২৫ বৈশাখ এ অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ জানিয়েছেন।

এ খবর প্রকাশ হলে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশাল আনন্দর্যালি বের করা হয়। প্রধানমন্ত্রীর শাহজাদপুরে আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্রসহ দলের সহস্রাধিক নেতাকর্মী-সমর্থক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।