শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতন, শ্লীলতাহানি এবং প্রশাসনের নিরবতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৮টায় বকশিবাজার মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রাজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, নববর্ষের দিনে টিএসসিতে ছাত্রী নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। একই সাথে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দোষীদের শাস্তি দিতে হবে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।