মুখে কালো কাপড় বেঁধে যৌন হয়রানির প্রতিবাদ


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৯ এপ্রিল ২০১৫

এবার মুখে কালো কাপড় বেঁধে পহেলা বৈশাখে নারীর বস্ত্রহরণ এবং যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তারা এ মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে টিএসসিতে যৌন হয়রানির তীব্র প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান।

এ সময় যৌন নিপীড়নবিরোধী এবং দোষীদের শাস্তির দাবিতে স্লোগান সম্বলিত বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান এবং বিভাগের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।