পবিপ্রবির চার ছাত্রলীগ নেতা বহিষ্কার


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৪ মে ২০১৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার চার ছাত্রলীগ নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন আনম শফিউল্লাহ অভি দফতর সম্পাদক, কাউছারুজ্জামান সুমন উপসাহিত্য বিষয়ক সম্পাদক, বাদল চন্দ্র শীল কর্মী ও আরাফাত ইসলাম সাগর কর্মী পবিপ্রবি শাখা ছাত্রলীগ।

দলীয় একটি সূত্র জানায়, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রোববার রাতে ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সহিংস ঘটনাসহ ছাত্রাবাসের কক্ষ ভাঙচুরের প্রমাণ পাওয়ায় এদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।