বেরোবির নয়া উপাচার্যের যোগদান


প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৪ জুন ২০১৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যোগ দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে চার বছরের জন্য তিনি যোগদান করেন। রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। গত ৫ মে বেরোবির তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর কার্যকাল শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়টির শীর্ষ এ পদ শূন্য হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক ড.একেএম নূর-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

উপাচার্য হিসেবে যোগদানের পর অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে এগিয়ে নিতে পারব বলে আশা করছি।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।