জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৫:২০ এএম, ২১ মে ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স-১ম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৯টা থেকে একযোগে সারা দেশে এ পরীক্ষা শুরু হয়। এ বছর ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিভাগের সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫০৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।