ঢাবি’র এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে এ রীক্ষা অনুষ্ঠিত হয়।  

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইকবাল আহমদ ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ২৬০৩ জন।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।