ঢাবি অধ্যাপক ড. কানিজ এর মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক জ্ঞাপন করেন।
শোক বাণীতে উপাচার্য বলেন, দেশবাসী অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল এর মতো একজন নিবেদিত প্রাণ শিক্ষককে হারালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক ও গবেষক হিসেবে তিনি বিশেষ অবদান রেখেছেন। বিশেষত নজরুল চর্চায় তিনি যে অনন্য গবেষণা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে পৃথক আরেকটি শোক বাণীতে উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইস্রাফীল বিভাগের এই কীর্তিমান অধ্যাপকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন।
উল্লেখ্য, উর্দু বিভাগের অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল রোববার রাত পৌনে বারটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাযার নামাজ সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
ড. কানিজ-ই-বাতুল ১৪ ডিসেম্বর ১৯৫১ সালে ঢাকার অন্যতম শিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম সৈয়দ আলী মোহাম্মদ ওরফে নওয়াব ছোট্টন। তিনি ১৯৭১ সালে কামরুন্নেছা সরকারি বিদ্যালয় থেকে এসএসসি ও বদরুন্নেছো সরকারি বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে উর্দু বিষয়ে বিএ অনার্স করেন। অনার্স পরীক্ষায় কলা অনুষদের ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন এবং মালেকুন্নেসা স্বর্ণ পদক পাওয়ার গৌরব অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে উর্দু বিষয়ে এমএ করেন। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু ও ফার্সি বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। ১৯৯১-১৯৯৪ সালে বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৩ সালে ‘বাংলাদেশ-মে উর্দু আদব ১৯৪৭-১৯৯০’ শিরোনামে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় অর্ধশত গবেষণা প্রবন্ধ লিখেছেন। যা দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
শিল্পাচার্য জয়নুল আবেদীন, কবি বাকের তাবাতাবাই, আহসান আহমাদ আশক, শরফুল হোসাইনী, সায়্যিদ মোহাম্মদ আজাদ, কাজী নজরুল ইসলাম প্রমুখের জীবনী ও সাহিত্য কর্মের উপর আলোকপাত করেছেন তার প্রবন্ধসমূহে। তার প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে উর্দু ভাষায় নজরুল চর্চা, নজরুলের লেখার উর্দু অনুবাদ সংকলন আতিশ ও গুল গ্রন্থ দুটি যথাক্রমে ২০০১ ও ২০০৬ সালে নজরুল ইনস্টিটিউট প্রকাশ করেছে।
এমএইচ/এসএইচএস/আরআই