অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত এ অবস্থার উত্তরণ চায় শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, দেয়ালগুলোতে শেওলা জমা। প্রত্যেকটি দেয়ালের রঙ উঠা আর মেডিকেল সেন্টারের ছাদ দিয়ে পানি পড়াসহ রয়েছে নানা অভিযোগ। প্রায় জরাজীর্ণ ভবনে চলছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগে জানা যায়, এ নিয়ে তাদের পক্ষ থেকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে ইঞ্জিনিয়ারিং অফিসকে জানালেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ড. এ.এস.এম.সাইফুল্লাহ বলেন, এরকম পরিবেশে ওষুধের সঙ্গে বিভিন্ন অণুজীবের মিথস্ক্রিয়া ঘটে। যাতে ওষুধের কার্যকারিতা ও গুণাগুণ নষ্ট হয়। এছাড়া এখানে বসবাসকারী লোকজনদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। এমন পরিবেশে ড্রেসিং করালে সংক্রমণ হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাওসার আহমাদ বলেন, আমরা ২০১৬ সালে ৭ ফেব্রুয়ারিতে ছাদ সংস্কারের কথা জানালে ইঞ্জিনিয়ারিং অফিস সংস্কার করে। কিন্তু এরপরও ছাদ দিয়ে পানি পড়ে। পরবর্তীতে ২০১৬ সালের ৮ আগস্ট আরেকটি আবেদন করা হয় এবং তাদের বারবার জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি।

এ অভিযোগ প্রসঙ্গে মাভাবিপ্রবি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস বলেন, মেডিকেল সেন্টারের ভবনটি অনেক পুরাতন। মেডিকেল সেন্টারের আবেদনের ভিত্তিতে আমরা একটি কক্ষ প্যাথলজি সামগ্রী রাখার জন্য সংস্কার ও রঙ করার সিদ্ধান্ত নিয়েছি।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।