অনুষ্ঠানের আগে বাকৃবিতে ভয়াবহ আগুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বৃষ্টি ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় অগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না। অনুষ্ঠান যথারীতি হবে এবং রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে এক জরুরি মিটিং শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, অনুষ্ঠান যথারীতি যথাসময়েই হবে। তবে একটি ভেন্যু পরিবর্তন করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ম্যান আব্দুল হালিম বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৬টি ইউনিট কাজ করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, প্যান্ডেলটিতে ৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, অ্যালামনাই পুনর্মিলনী ও চর ও হাওর ইনস্টিটিউট উদ্বোধন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৩শ গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
মো. শাহীন সরদার/এফএ/এমএস