১ম বর্ষের বিষয় পরিবর্তন ও মেধা তালিকা প্রকাশ আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে আজ।

সোমবার বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে- nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টার ‍দিকে ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে।

এছাড়া ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিকৃত কোনো শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত-প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২১ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এসব তথ্য জানা যায়।

মো. আমিনুল ইসলাম/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।