চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৮ আগস্ট ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্মরণ চত্বরে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন চালু করেছে সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ এবং মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ নামের দুটি সংগঠন।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে চবির উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বুথটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, চট্টগ্রাম ওয়ান বাংলাদেশের সভাপতি ও চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ‘এসো মানুষের জন্য কিছু করি’র উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিমসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চবির সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, বুথে হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন দুইশত মাস্ক দেয়া থাকবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।

উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, করোনা মহামারীতে বিশ্ব আজ বিপর্যস্ত। জাতির এ ক্রান্তিকালে করোনাভাইরাস থেকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে সংগঠনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান তিনি।

রোকনুজ্জামান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।