মাইন্ডস্পার্ক প্রতিযোগিতায় দুই বিভাগে চ্যাম্পিয়ন-রানার আপ এআইইউবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০২ জুলাই ২০২২

মাইন্ডস্পার্ক ২০২২ প্রতিযোগিতায় রোবো সকার (ফুটবল) ও রোবো রেস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এআইইউবি ফিউরিয়াস টিম। ইইই বিভাগের আরেক দল রোবো সকার এবং রোবো রেস বিভাগে রানার আপ হয়েছে।

সম্প্রতি আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব (এইউএসটি-আইডিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মোট ৬৩টি দল রোবো সকার এবং ৩৪টি দল রোবো রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

রোবো সকার ও রোবো রেস বিভাগে অংশ নেওয়া এআইইউবি ফিউরিয়াস দলের সদস্যরা হলেন- মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম।

রোবো সকার ও রোবো রেস বিভাগের অংশ নেওয়া ফিউরিয়াস-২ দলের সদস্যরা হলেন- রামিন মেহরান, দীপ ঘোষ, তনয় বনিক এবং মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার আপ শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও অর্থ দেওয়া হয়।

এমআইএইচএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।