বাকৃবি উপাচার্য

পঞ্চম শিল্প বিপ্লবে পৌঁছাতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান

ভেটেরিনারি শিক্ষার পাশাপাশি গবেষণায় গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান।

তিনি বলেন, পঞ্চম শিল্প বিপ্লবে পৌঁছাতে প্রিসিশন এগ্রিকালচার, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজিসহ আরও উন্নত প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২৯তম আন্তর্জাতিক বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণীজ পণ্যের উৎপাদন বৃদ্ধি ও প্রাণীস্বাস্থ্যের টেকসই উন্নতির জন্য গবেষকদের কাজ করতে হবে। পাশাপাশি মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিতে হবে এবং এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এবারের সম্মেলনে বিএসভিইআর অ্যানুয়াল লেকচার অ্যাওয়ার্ড পেয়েছেন প্যাথলজি বিভাগের সাবেক অধ্যাপক ড. ইকবাল হোসেন ও আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

রোববার বিকেলে শেষ হচ্ছে বৈজ্ঞানিক সম্মেলন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।