র্যাগিং মুক্ত ক্যাম্পাস চায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
র্যাগিংয়ের বিরুদ্ধে ‘অ্যাগেইনস্ট র্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে ছাত্র সংসদের সামনে র্যাগিংয়ের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতামূলক সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের এ ধরনের ক্যাম্পেইনকে সাধুবাদ জানিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বাসের সঙ্গে নবীন শিক্ষার্থীদেরও যোগ দিতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, ছাত্রলীগের কিছু বিচ্ছিন্ন ঘটনার দায় নিয়ে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্যাম্পাসকে র্যাগিংমুক্ত করতে প্রত্যয় ব্যক্ত করছি। পদযাত্রা, লিফলেট বিতরণ ও সমাবেশের মাধ্যমে আমরা র্যাগিংয়ের বিরূপ প্রভাব শিক্ষার্থীদের সচেতন করতে চাচ্ছি। আশাকরি আমাদের বুটেক্সকে একটি র্যাগিং মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয় বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুনিশ্চিত করতে কাজ করছি। ক্যাম্পাসে র্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়। সে বিষয়ে জোর দিচ্ছি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগ জড়িত থাকার অভিযোগে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সংগঠনটি বড় ধরনের ইমেজ সংকটে পড়ে। এরপর থেকে সংগঠনটি নিজেদের ভাবমূর্তি রক্ষায় ইতিবাচক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এসজে/জেআইএম