গ্রিনরোডে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুজন ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মো. আরিফ (২১) ও মো. রিমেল (২২)। এ দুজন ঢাকা কলেজের শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের বন্ধু আব্দুস সোবহান বলেন, আরিফ ও রিমেলকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মেরেছে। বাস ভাঙাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আহত দুজন ঢাকা কলেজ অনার্সের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: নেত্রী সানজিদাসহ অভিযুক্তদের ছাত্রলীগ থেকে বহিষ্কার

jagonews42

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছুড়ে। এতে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

jagonews24

পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।

কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।