জাবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে লাঠিখেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বাদ্যের তালে তালে নেচে লাঠিযুদ্ধে লিপ্ত হন খেলোয়াড়রা। বিশেষ কসরত দেখিয়ে একে অপরের আক্রমণ ঠেকাতে থাকেন তারা। খেলোয়াড়দের কলা-কৌশল উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম আরাফাত বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এই লক্ষ্যে পুতুলনাচ, লাঠিখেলা, মোরগ লড়াই এবং লোকসঙ্গীতের আয়োজন করার চেষ্টা করেছি। আমরা চাই বাঙালি সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’
লাঠিখেলার খেলোয়াড় শাহ আলম ভূঁইয়া বলেন, অনেক পুরাতন খেলা হলেও লাঠিখেলাটি আমরা ধরে রাখতে চাই। বাপ-দাদারা এই খেলা আমাদের শিখিয়ে গেছেন। তাদের ঐতিহ্য ধরে রাখতে এখনও খেলে যাচ্ছি।
এর আগে ‘তিতাসের স্রোতধারায়, সূরের মূর্ছনায় এসো মিলিত হই সংস্কৃতির আঙিনায়’ স্লোগানে দিনব্যাপী নানা আয়োজনে পুনর্মিলনীতে মেতে ওঠেন জেলাটির শিক্ষার্থীরা।
মাহবুব সরদার/এফএ/জিকেএস