নির্যাতনের খবর গণমাধ্যমে: ভুক্তভোগীকেই সতর্ক করলো কলেজ কর্তৃপক্ষ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৩ মার্চ ২০২৩

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হলে এক আবাসিক ছাত্রীকে নির্যাতন করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন। এ খবর গণমাধ্যমে প্রচার হয়। এতে ঘটনার বিচার না করে উল্টো ভুক্তভোগী ছাত্রীকেই সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (১২ মার্চ) ভুক্তভোগী ছাত্রী লাইজু আক্তারকে হোস্টেল কর্তৃপক্ষ একটি ‘সতর্কীকরণ নোটিশ’ পাঠায়৷

কলেজের হল সুপার অধ্যাপক নাজমুন নাহার স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, ৪ মার্চের ঘটনা কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে যোগাযোগ করায় ভবিষ্যতের জন্য সতর্ক করা হলো। ঘটনার পুনরাবৃত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে হোস্টেল সুপার নাজমুন নাহার বলেন, এটি তদন্ত কমিটির সিদ্ধান্ত। আমার একার কোনো সিদ্ধান্ত না। আমি এ বিষয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন।

এ নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার বলেন, আমরা তো এখানে আছি ৷ হোস্টেল সুপার আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন৷ যে কোনো কিছু হোক, আগে কর্তৃপক্ষ জানবে। আমরা যদি ব্যর্থ হই তখন আপনারা (মিডিয়া) আসবেন। সেজন্য বলেছি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীর জন্মদিনে চাঁদা না দেওয়ায় মারধর, হল কক্ষে ভাঙচুর 

এর আগে গত ৪ মার্চ রাতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ও কেক কাটার সময় উপস্থিত না হওয়ায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ওই ছাত্রীর কক্ষ ভাঙচুরের অভিযোগও ওঠে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে।

নাহিদ হাসান/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।