সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৫ মার্চ ২০২৩

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন ও কলেজ কর্তৃপক্ষের হয়রানি বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মার্চ) সকালে কলেজের প্রধান ফটকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এই অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। এসময় কলেজ কর্তৃপক্ষের ‘অনিয়মে’র বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি হতে দিচ্ছে না। এতে আমাদের বেশি টাকা খরচ করে পড়ালেখা করতে হচ্ছে। ২০১৯ সালের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী সম্মতি দিলেও কলেজ কর্তৃপক্ষের অনীহায় তা আর বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন: ‘ছাত্রলীগের নেতৃত্বেই সংঘর্ষের সূত্রপাত’ দাবি ৮ ছাত্র সংগঠনের

শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রীর ঘোষিত ও অনুমোদিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজটির সরকারিকরণ বাস্তবায়ন কার্যক্রম আটকে রেখে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। সরকারি আদেশ অমান্য করে সরকারি অধ্যক্ষ প্রেষণে নিয়োগ আদেশ বাতিলের অপচেষ্টা ও অধ্যক্ষকে তার সিটে বসতে দেওয়া হচ্ছে না। বিগত তিন বছর ধরে সরকারিকরণ প্রক্রিয়াধীন বলে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। জরুরি ভিত্তিতে কলেজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ডিড অব গিফট প্রদানের নির্দেশ থাকা সত্ত্বেও গত দেড় বছর ধরে তা সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে না এবং কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তারা আর সরকারিকরণ করবে না তাই ডিডও দেবে না।

এমএইচএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।