ইউআইটিএস-এ টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান নিয়ে সেমিনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৭ মার্চ ২০২৩

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেকসই নির্মাণ উপকরণ ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড-এর হেড অব টেকনিক্যাল সার্ভিস ফখরুদ্দিন মো. খান।

বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক।

UITS.jpg

এছাড়া আইটি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক বলেন, শিক্ষার্থীদের কর্মজীবন সম্পর্কে ধারণা দিতে এবং প্রস্তুত করতে এ ধরনের সেমিনার বেশ গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকল্প পরিদর্শনসহ নানাবিধ অভিজ্ঞতা আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য।

সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।