বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সাড়া ফেলেছে ‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০২ এপ্রিল ২০২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাড়া ফেলেছে ‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’। এ সেবার অধীন নামমাত্র দুই টাকার বিনিময়ে আট ঘণ্টা সাইকেল ব্যবহারের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সেবাটি ব্যবহার করতে পারবেন। হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ সেবা চালু করা হয়েছে।

হল সূত্র জানায়, এ সেবার শুরুটা ছিল হলের মধ্যে দীর্ঘদিন ধরে পরে থাকা কিছু সাইকেল নিয়ে। অব্যবহৃত সাইকেলগুলো যেমন হলের গ্যারাজের জায়গা নষ্ট করছিল তেমনি কাজেও আসছিল না। বিষয়টি নিয়ে হলের প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিমের সহযোগিতায় হল শাখা ছাত্রলীগ নেতাদের উদ্যোগে যেসব সাইকেলের মালিক নেই ও অব্যবহৃত সেগুলো আলাদা করা হয়। পরে সাইকেলগুলো সারিয়ে পুনরায় ব্যবহারের জন্য ‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’ নামে সেবাটি চালু করা হয়।

এ সেবার অধীন একজন শিক্ষার্থী নামমাত্র দুই টাকার বিনিময়ে আট ঘণ্টা সাইকেল ব্যবহার করতে পারবেন। নিজের নাম ও আইডি লিখে নিজের প্রয়োজন অনুয়ায়ী সাইকেল ব্যবহার করতে পারছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, হলে অনেক পুরোনো সাইকেল থাকে। যেগুলো অনেক সিনিয়র রেখে চলে যায় অথবা বিভিন্ন কারণে নষ্ট হয়ে দীর্ঘদিন মালিক ছাড়া হলে পড়ে থাকে। সাইকেলগুলোকে কাজে লাগাতে এ উদ্যোগ। হলে যাদের সাইকেল নেই ও আর্থিকভাবে কিছুটা অসচ্ছল তারা সাইকেলগুলো ব্যবহার করতে পারবেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য সেবাটি খুব উপকারে আসবে।

সাড়া ফেলেছে ‘জয় বাংলা বাইসাইকেল সার্ভিস’

সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী এম এ ইউসুফ জাগো নিউজকে বলেন, ‘পুরাতন জিনিসকে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করার মধ্যেই রয়েছে প্রকৃত প্রজ্ঞার পরিচয়। যে নষ্ট সাইকেলগুলো একসময় হলের জায়গা দখল করে অবহেলায় পড়ে থাকতো সেগুলো এখন শিক্ষার্থীদের প্রয়োজনের বন্ধু।’

আরেক শিক্ষার্থী মিশু মোরশেদ বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে শিক্ষার্থীদের শহরে যেতে হয়। জ্যামের শহরে সাইকেল ব্যবহার করে শহরে যাওয়া একদিকে যেমন অর্থের সাশ্রয়, তেমনি সময়ও বাঁচবে।

নিজের প্রয়োজনে জয় বাংলা বাইসাইকেল সার্ভিসের সাইকেল ব্যবহার করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক হাসান চৌধুরী। তিনি জাগো নিউজকে বলেন, ক্লাসে যাওয়াসহ বিভিন্ন প্রয়োজনে আমি বাইসাইকেল ব্যবহার করি। বিশ্ববিদ্যালয়ের সব হলেই এমন উদ্যোগ নেওয়া উচিত।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম জাগো নিউজকে বলেন, ‌‘প্রতিবছর হল থেকে অনেক গ্র্যাজুয়েট চলে যায়। তাদের অনেকেই ব্যবহৃত সাইকেলগুলো হলে রেখে যায়। দীর্ঘদিন ধরে হলে পড়ে থাকা সাইকেলগুলো পুনরায় ব্যবহার করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে হলের ছাত্রলীগের কর্মীরা আমাকে সাহায্য করেছে।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।