বিশ্ববিদ্যালয়ের বিভাগের সামনে মাড়াই হলো কর্মচারীর ধান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাবি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ৩০ মে ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সম্প্রসারিত ভবনের সামনে নিজের ৬০ শতাংশ জমির ধান মাড়াই করলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের এক কর্মচারী।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে চারুকলা বিভাগের সম্প্রসারিত ভবনের সামনের প্লাস্টার করা মাঠে ইঞ্জিনচালিত মেশিনে ধান মাড়িয়ে নেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই কর্মচারীর নাম বাচ্চু মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ইঞ্জিন মেরামতকারী।

বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে কলাবাগান এলাকায় থাকি। সেখানে ধান মাড়াইয়ের কোনো জায়গা না থাকায় ভ্যান ভাড়া করে এখানে নিয়ে এসেছি। করোনার সময়ও এই জায়গায় ধান মাড়াই করেছি।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধান মাড়াইয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এর আগে তো অনেকে এখানে ধান মাড়াই করেছে। তাদের দেখাদেখি আমিও কয়েকবছর ধরে এখানে ধান মাড়াই করছি। বিশ্ববিদ্যালয়ের কেউ কখনো এ বিষয়ে কিছু বলেনি। আজকে একটি ছাত্রসংগঠনের ছেলেদের কাছ থেকে এখানে ধান মাড়াই করার অনুমতি নিয়েছি।

ছাত্রসংগঠনের নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, নামটা ওইভাবে জানি না। তবে এখানে তারা খেলাধুলা করতে আসে।

চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ফারহানা তাবাস্সুম বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালে একবার সেখানে ধান মাড়াই করতে দেখেছিলাম। কিন্তু আজকের বিষয়টি এখনো জানি না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে সেটি দুঃখজনক। বিভাগের সামনে এরকম কাজ কাম্য নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক নূরুল আলম এবং চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেননি।

মাহবুব সরদার/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।