শাহজালাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের বিমার আওতায় আনতে চুক্তি সই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৪ আগস্ট ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিমার আওতায় আনতে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে এ চুক্তি সই হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পক্ষে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া সই করেন।

প্রাথমিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বীমার আওতায় আসবে বলে জানায় প্রশাসন।

আরও পড়ুন: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২১ শিক্ষার্থী

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি সাঈদ হাসান রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

এছাড়া এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট প্রমুখ উপস্থিত ছিলেন।

নাঈম আহমদ শুভ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।