নানা আয়োজনে ইবিতে ৭ মার্চ ভাষণ দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

নানা আয়োজনে ইবিতে ৭ মার্চ ভাষণ দিবস পালিত

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিলিত হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ ও ইবি থানা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এদিকে, দিবসটি দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনসংলগ্ন বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম শহীদ মিনারে রক্তদান কর্মসূচি পালন করে সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ।

এছাড়া প্রধান ফটক ও হলগুলোতে দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।