চবির ক্লাস চলবে অনলাইনে, পরীক্ষা সশরীরে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২১ এপ্রিল ২০২৪

চলমান দাবদাহের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব অফিস নিয়মিত সময়সূচিতে চলবে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের সম্মেলনে কক্ষে এক জরুরি সভা শেষে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অফিসগুলো খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের শাটল ট্রেন রেগুলার শিডিউলে চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

জরুরি এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

আহমেদ জুনাইদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।